রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ঘোষণা

২০২৬ সালের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৪:৩৮

ছবি: সংগৃহীত

২০২৬ সালের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, “নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঝুঁকি এড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন হলে রমজানের পর দুই পক্ষের আলাদা আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

ধর্ম উপদেষ্টা জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।

এর আগে তিনি বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে দুই গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দুই পক্ষের মধ্যকার সমস্যা সমাধানে কাজ করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top