সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আজ! গুলশানে জরুরি বৈঠক, সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৩:৩০

সংগৃহীত

অবশেষে আজ চূড়ান্ত হতে পারে বিএনপির একক প্রার্থী তালিকা। মিত্রদের জন্য সম্ভাব্য আসন রেখে আজ এ তালিকা ঘোষণা বা দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হতে পারে। এ লক্ষ্যে আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। বিকাল ৩ টায়  সংবাদ সম্মেলন।

উভয় বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন। এরপর হবে সাংগঠনিক টিমের বৈঠক। অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে অন্তত পাঁচটি জরিপ ও সাংগঠনিক মতামত নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত মাসে তিনশ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়েও বৈঠক করেন তিনি।

গত অক্টোবর মাসেই একক প্রার্থী ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে কাজ করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে গরমিল থাকায় বিএনপি চরম ক্ষুব্ধ হয়। নেতারা মনে করছেন, রাজপথে প্রতিক্রিয়া দেখালে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। তাই পরিস্থিতি পর্যালোচনা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চাইছেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, একক প্রার্থী তালিকা দ্রুতই ঘোষণা হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top