মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমবর্ধমান, গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:০৮

ছবি: সংগৃহীত

ঢাকা, ৩ নভেম্বর – দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,১৪৭ জন।

এর আগে রোববার (২ নভেম্বর) ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২,৮২২ জন এবং মৃত্যু হয়েছে ২৮৮ জন।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ১,০১১,২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৫৭৫ জন। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১,৭০৫ জন, এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পানির জমা না হওয়া নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top