বিএনপি'র প্রার্থী তালিকা: কারা পেলেন, কারা বাদ পড়লেন?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৩:১০
                                        অপেক্ষা শেষ! আসন্ন নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করল বিএনপি! সোমবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন।
তালিকার শীর্ষে: চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ এ। অন্যান্য হেভিওয়েটদের মধ্যে মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে। এছাড়াও রয়েছেন মেজর হাফিজ ভোলা-৩, ডা. জাহিদ ঠাকুরগাঁও-৩, ইশরাক হোসেন ঢাকা-৬ এবং সাইফুল ইসলাম নিরব ঢাকা-১২ আসনে।
তবে এই তালিকায় নাম নেই বিএনপির বেশ ক’জন সিনিয়র ও হেভিওয়েট নেতার! বাদ পড়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী!
তালিকা থেকে বাদ হাবিব উন নবী সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রুমিন ফারহানা। দলীয় নীতির কারণে মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ সহ একই পরিবারের একাধিক সদস্য।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।