মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মির্জা ফখরুলের শেষ নির্বাচন ও মির্জা আব্বাসের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৬:২৫

সংগৃহীত

আবেগ আর রাজনীতির মিশেল! মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলেন নিজের শেষ নির্বাচনের ঘোষণা! মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, এই নির্বাচন আমার শেষ নির্বাচন।

ঠাকুরগাঁও-১ এ মনোনয়ন পেয়ে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল নেতাকর্মীকে কৃতজ্ঞতা জানান। মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্যে ফখরুল বলেন, দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

অন্যদিকে, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দিলেন কড়া রাজনৈতিক বার্তা! জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বাংলাদেশকে চায়নি, তারা আবার দেশের শাসনভার চায় কীভাবে? ধর্ম দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে।

মির্জা আব্বাস মন্তব্য করেন: সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে! তিনি লুটপাটকারী একটি শ্রেণির তীব্র সমালোচনা করেন। অন্তর্বর্তী সরকারের ‘রাতের ভোটের’ মতো কিছু করার আশঙ্কা প্রকাশ করে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি তারেক রহমানের মনোনয়ন প্রক্রিয়াকে সমর্থন করেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top