‘যথাসময়ে’ প্রার্থী দেবে জামায়াত; জোট নিয়ে যা বললেন আমির
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৬
                                        বিদেশ সফর শেষে দেশে ফিরেই নির্বাচনী বার্তা দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান!মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আসন্ন নির্বাচনে প্রার্থী ঘোষণা নিয়ে জামায়াত আমির বলেন, প্রায় এক বছর আগেই আঞ্চলিকভাবে তালিকা জানানো হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা ‘যথাসময়ে’ হবে! কারণ, তিনি জানান, আমরা একা নির্বাচন করব না, আরও অনেককে ধারণ করব।
আমিরের দায়িত্ব প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্বের ভার অর্পণ করেছেন, এ দায়িত্বটা বড় ভারি। তিনি দেশ ও দ্বীনের জন্য দোয়া চান। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে তার দাবি: নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হোক!
রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ যেন না হয়। জামায়াত আলোচনায় সম্মত। ওমরাহ শেষে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে এই ঘোষণা দিলেন জামায়াত আমির।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।