মনোনয়ন নিয়ে রুমিন ফারহানা ও কনকচাঁপা যা বললেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৭
                                        ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হলেও, তালিকায় নাম নেই বেশ কয়েকজন আলোচিত নেতার! সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা টক শোতে জানালেন, তার আসনটিও 'অন হোল্ড' আছে।
তিনি বলেন, মহাসচিবের ঘোষণা অনুযায়ী, এটি সম্ভাব্য তালিকা। উইনেবল প্রার্থী খুঁজে পরিবর্তন আসতে পারে। রুমিন জানান, আন্দোলন-সংগ্রামে পাশে থাকা দলগুলোর জন্য ৬৩টি আসন এখনো ঘোষণা হয়নি, জোট আলোচনা চলছে।
মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ নিয়ে তিনি বলেন, তাদের আবেগকে সম্মান করতে হবে। নেতাকর্মীদের ত্যাগেই প্রার্থীরা এতদূর আসেন। রুমিন জানান, নারী মনোনয়ন ৫% পর্যন্ত বাড়লে আরও নারী যুক্ত হওয়া সম্ভব।
এদিকে, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন থেকে মনোনয়ন না পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তার আসনও আপাতত স্থগিত! মনোনয়ন নিয়ে কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত কনকচাঁপা ফেসবুকে লিখলেন, আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।