বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

জাকির নায়েককে এখনই না: ভোটের পর পুনর্বিবেচনা হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৭:০৫

সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েক-কে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে জাকির নায়েকের দুই দিনের কর্মসূচি ছিল। কিন্তু সরকার মনে করছে, তিনি এলে ব্যাপক জনসমাগম ঘটবে। এই মুহূর্তে জাতীয় নির্বাচন আসন্ন হওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। ফলে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা ও নিরাপত্তাজনিত কারণেই তাঁর সফর অনুমোদন করা হয়নি।

২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারতের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ ওঠে। এর পরই তিনি দেশ ছেড়ে বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তবে বৈঠকে জানানো হয়েছে, জাতীয় নির্বাচন শেষে দেশের পরিস্থিতি অনুকূল হলে তাঁর সফরের বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top