পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৬
অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি নিশ্চিত করেছেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে মনোনয়ন চেয়েছেন। তিনি ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আশাবাদী। তিনি জানান, তিনি এখনো অ্যাটর্নি জেনারেল পদে আছেন, তবে সময় হলেই তিনি পদ ছেড়ে নির্বাচন করবেন।
নির্বাচনের ঘোষণার পাশাপাশি তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল।’
আসাদুজ্জামানের মতে, রায় ঘোষণার পর সাবেক প্রধান বিচারপতি রায় পরিবর্তন করে যে কাজটি করেছেন, তা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী একটি অপরাধ।’ তিনি আশা প্রকাশ করেন, আপিল বিভাগ এই সংক্রান্ত যে রায় দেবে, সেটি দেশের গণতন্ত্র ও আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।