বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

উপদেষ্টা মাহফুজ ও আসিফ আজ পদত্যাগ করছেন: ভোটের প্রস্তুতি!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮

সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ—আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় বা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। এর ঠিক আগে আগেই এই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজ দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ঘনিষ্ঠ সূত্রগুলো ধারণা করছে, তিনি এই সংবাদ সম্মেলনে তার পদত্যাগের বিষয়টিই জানাবেন।

জানা গেছে, গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টার বৈঠকে এই পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকা উচিত হবে না—এমন বিষয়ে উচ্চপর্যায়ে মোটামুটি ঐকমত্য ছিল।

এই দুই উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা। যদিও তাদের এনসিপিতে কোনো পদ নেই, তবে দলটিতে তাদের প্রভাব রয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করতে পারেন।

তবে তারা স্বতন্ত্র প্রার্থী হবেন নাকি নতুন গঠিত এনসিপি জোটের মাধ্যমে নির্বাচন করবেন, সেই বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। আজ এই পদত্যাগের মধ্য দিয়েই হয়তো তাদের পরবর্তী রাজনৈতিক ঠিকানা স্পষ্ট হতে পারে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top