মোহাম্মদপুর মা-মেয়ে হত্যারহস্য!
৩৬ কোপে মা-মেয়ের মৃত্যু, গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার! অত:পর যা জানা গেল__
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪
ঢাকার মোহাম্মদপুরে এক নৃশংস জোড়া খুনের ঘটনায় স্তম্ভিত পুরো শহর। বহুতল ভবনের ফ্ল্যাটে খুন হলেন গৃহিণী লায়লা আফরোজ (৪৮) এবং তাঁর স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। তাঁদের শরীরে মোট ৩৬টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রশিক্ষিত খুনির দিকে ইঙ্গিত করে।
নিহত লায়লা আফরোজের শরীরে ৩০টি এবং মেয়ে নাফিসার গলা ও বুকে ৬টি গভীর আঘাতের ক্ষত পাওয়া যায়। খুনি আঙুলের ছাপ লুকাতে হাতে গ্লাভস পরেছিল বলে ধারণা পুলিশের। মাত্র চার দিন আগে আয়েশা নামে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে সে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, খুনি বোরকা পরে প্রবেশ করে এবং দেড় ঘণ্টা পর নাফিসার স্কুল ড্রেস পরে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
শিক্ষক স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের নৃশংসতা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে, এটি কোনো প্রশিক্ষিত কিলারের কাজ। অভিযুক্তের সঠিক পরিচয়, ঠিকানা বা কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় তাকে শনাক্ত করা কঠিন হচ্ছিল।
অবশেষে, দীর্ঘ তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং তার প্রকৃত পরিচয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ময়নাতদন্ত শেষে নিহত মা-মেয়েকে নাটোরে দালের দাফন সম্পন্ন হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।