আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করলেন সিইসি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে এই তপশিল প্রচারিত হচ্ছে।
তপশিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তপশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ আইন লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে নির্বাচন আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।’
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেরই তপশিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা সংশোধন সংক্রান্ত আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে।
-
গুগল প্লে স্টোরে অ্যাপটি পাওয়া গেলেও
-
অ্যাপল ডিভাইসের জন্য তা পরে উন্মুক্ত করা হবে।
পোস্টাল ব্যালট নিবন্ধনের সময়সূচি পর্দায় দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারদের নিবন্ধন: ১৬–১৭ ডিসেম্বর আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন: ২১–২৫ ডিসেম্বর
আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়—
-
তপশিল ঘোষণার পরদিন থেকে
-
ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত
প্রতি উপজেলা/থানায় অন্যূন দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আচরণবিধি নিশ্চিত করবেন।
ইসি বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই নিয়োগ জরুরি।
তপশিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। নির্বাচনকে ঘিরে ইসির কঠোর অবস্থান, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ—সব মিলিয়ে প্রস্তুতিমূলক কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।