ভোটের আগে বিএনপির বড় চাল: ৮ আসনে সমঝোতা চূড়ান্ত
শরিকদের আরও ৮ আসন ছাড়ল বিএনপি: কে পাচ্ছেন কোথায় টিকিট?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬
তারেক রহমানের দেশে ফেরার মাহেন্দ্রক্ষণের মাঝেই নির্বাচনী মাঠে বড় খবর! শরিকদের জন্য আরও ৮টি আসন ছেড়ে দিল বিএনপি। আজ দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মির্জা ফখরুল।
বাকি ২৮টি আসনের মধ্যে এরই মধ্যে ১২টি চূড়ান্ত। আজকের তালিকায় সবচেয়ে বড় চমক—পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান।
বগুড়া-২ এ থাকছেন মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ এ মোস্তফা জামাল হায়দার আর নড়াইল-২ এ এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ। এ ছাড়া ঢাকা-১২ তে সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ এ জোনায়েদ সাকির নাম চূড়ান্ত করা হয়েছে।
বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে—সমঝোতার এই আসনগুলোতে তারা কোনো প্রার্থী দেবে না। এমনকি শরিকদের কেউ ধানের শীষ ছাড়া নিজের প্রতীকেও ভোট করতে পারবেন। তবে দলত্যাগী নেতাদের জন্য লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে বিশেষ জায়গা রেখেছে বিএনপি। আগামীকাল তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন আর এই আসন সমঝোতা—সব মিলিয়ে রাজনীতির মাঠ এখন বেশ সরগরম।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।