৩০০ ফিটে লোকে লোকারণ্য
তারেক রহমানকে বরণ করতে লাখো জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা কি আজ শেষ হতে যাচ্ছে? রাজধানীর ৩০০ ফিট এখন আর কোনো সাধারপণ রাস্তা নয়, এটি এখন লাখো মানুষের এক বিশাল জনসমুদ্র!
আজ ২৫শে ডিসেম্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ পূর্বাচলে। মঞ্চের চারপাশে যেন তিল ধারণের জায়গা নেই। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে প্রিয় নেতার ছবি সংবলিত ব্যানার।
রাত থেকেই অনেকে এখানে পাহারায় ছিলেন, যেন এক নজর কাছ থেকে নেতাকে দেখা যায়। তীব্র শীতের সকাল উপেক্ষা করে স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। নেতা-কর্মীরা বলছেন, এই দিনটির জন্য তারা দীর্ঘ ১৭ বছর প্রতীক্ষা করেছেন।
মঞ্চের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন শত শত স্বেচ্ছাসেবক। বড় জমায়েতের কথা মাথায় রেখে বসানো হয়েছে বিশাল ইলেকট্রনিক স্ক্রিন এবং মাইক। এমনকি জরুরি অবস্থার জন্য পাশে রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।