বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

রাব্বুল আলামিনের দোয়ায় ফিরে এসেছি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯

সংগৃহীত

প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।—বিকেল ৩টা ৫০ মিনিটে ৩০০ ফিটের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে এভাবেই নিজের প্রথম অনুভূতি ব্যক্ত করলেন তারেক রহমান।

১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার মাটিতে পা রাখেন তিনি। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি ছুঁয়ে দেখেন প্রিয় মাতৃভূমির মাটি। এরপর বাংলাদেশ লেখা সেই আলোচিত লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে চড়ে পৌঁছান এই ঐতিহাসিক গণসংবর্ধনা মঞ্চে।

এর আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে বুকে টেনে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্যদের সাথে একে একে আলিঙ্গন আর কুশল বিনিময়ের সেই মুহূর্তগুলো ছিল আবেগ আর কান্নায় ঘেরা।

৩০০ ফিট থেকে শুরু করে কুড়িল-বিশ্বরোড পর্যন্ত সড়কের দুই পাশে ছিল লাখো মানুষের ভিড়। দীর্ঘ নির্বাসন থেকে ফিরে তারেক রহমানের এই শুকরিয়া আদায় এবং বিনয়ী ভাষণ উপস্থিত নেতা-কর্মীদের মাঝে বইয়ে দিয়েছে আবেগের ঢেউ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top