সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে জানুয়ারিতেই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৪:৫৭

সংগৃহীত

ঢাকা ও করাচির মধ্যে দীর্ঘ বিরতির পর আবারও সরাসরি আকাশপথে সংযোগ স্থাপন করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট চালু হবে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের আবেদন অনুযায়ী আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ায় ফ্লাইট পরিচালনা এখন শুধুই সময়ের অপেক্ষা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রতি সপ্তাহে দুইটি ফ্লাইট চালানো হবে। বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় ফ্লাইট ছাড়বে এবং রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। ফিরতি পথে করাচি থেকে রাত ১২টায় উড়োজাহাজ ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ায় ফ্লাইটের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে। নতুন রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। বিশেষ করে পারিবারিক প্রয়োজনে যাতায়াত করা যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে, আধুনিক উড়োজাহাজ এবং অভিজ্ঞ ক্রুদের মাধ্যমে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হবে। যাত্রী চাহিদা অনুযায়ী ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top