৫০ বছরে বাংলাদেশের উন্নতি প্রশংসার দাবিদার: জাস্টিন ট্রুডো
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৩:১২
৫০ বছরে বাংলাদেশের যেভাবে উন্নতি করেছে তা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বুধবার (১৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের উন্নতি প্রশংসার দাবিদার। বাংলাদেশের অগ্রযাত্রায় ভবিষ্যতেও পাশে থাকবে কানাডা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কথা ভেবেছিলেন বলেই তার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে ভিডিও বার্তায় জানান জাস্টিন ট্রুডো।
এর আগে বিকাল সাড়ে চারটায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান শুরু হয়। দশ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আজ।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।