দেশের কলেজগুলোতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, থাকবে পুলিশি টহল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০৮

নিজস্ব প্রতিবেদক :

করোনাকালে বন্ধ থাকা সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্রবাসে এক নারীকে ধর্ষণের ঘটনায় টনক নড়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধসহ ছাত্রাবাস বন্ধ এবং ক্যাম্পাসে পুলিশি টহল জোরদারের নির্দেশনা সংক্রান্ত চিঠি চিঠি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

মাউশির উপপরিচালক (কলেজ-১) প্রফেসর ড. শাহ মো. আমির আলী স্বাক্ষরিত ৯ টি নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়, করোনা মহামারির কারণে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকার ফলে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বজায় রাখাসহ কলেজের সব সরকারি সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানকে সচেষ্ট থাকতে হবে।

অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখাসহ পাঠদান বিষয়ক নিয়মিত কার্যক্রম অব্যহত রাখার নির্দেশনাও প্রদান করা হয় চিঠিতে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top