শিক্ষা প্রতিষ্ঠানে আরেক দফা ছুটি বাড়ছে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:১০

নিজস্ব প্রতিবেদক:
চলমান করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন এ কথা জানান। তবে ছুটি কতদিন বাড়বে সে বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে সংবাদ মাধ্যমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানাবেন।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তো বাড়াতে হবে, তারিখটা আপনাদের জানিয়ে দেব।”

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর তা বাড়তে থাকায় ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবশেষ বাড়ানো ছুটি  আগামী ৩ অক্টোবর শেষ হচ্ছে।

এদিকে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। কিন্তু বছর প্রায় শেষ হয়ে এলেও এখনো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে নাগাদ শুরু হবে তা আগামী সোম-মঙ্গলবারের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি।

এছাড়া, মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা শ্রেণী মূল্যায়নের মাধ্যমে নবম শ্রেণীতে উন্নীত হবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হকসহ শিক্ষা বিষয়ক প্রতিবেদকরা।

এনএফ৭১/এমকে/২০২০

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top