দেশে পৌঁছালো ভারতের উপহার ১২ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ০১:৩৯

দেশে পৌঁছালো ভারতের উপহার ১২ লাখ টিকা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের দেয়া ১২ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছেছে। করোনাভাইরাস প্রতিরোধী সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ১২ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এ টিকা।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, দুপুর দেড়টায় ১২ লাখ ডোজ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন অবতরণ করেছে।

করোনা মহামারি প্রতিরোধে দ্বিতীয়বারের মতো ভারত সরকার উপহার হিসেবে এই টিকা পাঠিয়েছে। এর আগে জানুয়ারি মাসে ভারত ২০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিলো।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top