একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরু হচ্ছে কাল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০, ১৩:৫৫

নিজস্ব প্রতিবেদক:

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাল রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস। মহামারি করোনাভাইরাস-এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব কলেজে চিঠি পাঠিয়ে ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীদের নির্বিঘ্নে লেখাপড়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ অক্টোবর সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন ক্লাসের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top