দেশে করোনা পরিস্থিতি

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৫৮, শনাক্ত ৫৬৮৩

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ০০:৪৮

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৫৮, শনাক্ত ৫৬৮৩

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৬৮৩ জনের দেহে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার (০৩ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৬৮৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে। আর গত এক দিনে মারা যাওয়া ৫৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ২১৩ জনের মৃত্যু হলো। একই সময়ে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ

রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২২৭টি ল্যাবে ২৪ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৫২ হাজার ৬৬১টি নমুনা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top