অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ১৯:৫৭
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। শনিবার (০৩ এপ্রিল) আন্তমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, যেহেতু সারা দেশে এক সপ্তাহ লকডাউন থাকবে, এ জন্য অভ্যন্তরীণ পথে বিমান চলাচলও বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করবে।
সরকারের লকডাউন-সংক্রান্ত নির্দেশনা মেনে এটি করা হয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি বুঝে পরবর্তী সময়ে অভ্যন্তরীণ পথে বিমান চলাচল আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা সংক্রমণ বাড়ায় গত বছরের ২৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এ বছর দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৯ মার্চ জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দিয়ে পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।
এদিকে সোমবার থেকে নতুন করে লকডাউনের পরিকল্পনাও নিয়েছে সরকার। লকডাউন শুরুর আগেই বিমান চলাচল নিয়ে এ সিদ্ধান্ত এলো।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: অভ্যন্তরীণ রুট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।