‘নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন’
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০, ১৯:১২
নিজস্ব প্রতিবেদক:
নারী ও শিশু নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানাতে সরব ভূমিকা রেখেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসান। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় তারা নারী নির্যাতনকারী ও ধর্ষকদের প্রতি তীব্র নিন্দা জানান। এবার প্রতিবাদে শামিল হয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরাও।
গত কয়েকদিন ধরে দেশে বেড়ে গেছে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা। ধর্ষণ ও যৌন হয়রানির ব্যাপকতায় ফুঁসে উঠেছে সারা দেশ। তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের ব্যক্তি ও গোষ্ঠী এসব অপকর্মের তীব্র প্রতিবাদ জানাচ্ছে নিজ নিজ অবস্থানে থেকে। এবার নারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক সচেতন নাগরিককে এগিয়ে আসার ডাক দিলেন মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম, মুমিনুল হক ও সৌম্য সরকার।
এক ভিডিও বার্তায় বাংলাদেশের সর্বাধিক টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক বলেছেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’
সবাইকে একতাবদ্ধ হতে বললেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ, ‘এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং মুখোশ খুলে দেই।’ টেস্ট অধিনায়ক মুমিনুল বলেছেন, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’
প্রত্যেক নারীর নিরাপত্তা দিতে সমাজের অবদান রাখতে হবে মনে করেন ওয়ানডে অধিনায়ক তামিম, ‘নিজ নিজ পরিবারের নারীর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’ মুশফিকের মতো একই সুর সৌম্যর কণ্ঠে, ‘নারীকে সম্মান করুন এবং সত্যিকারের মানুষ হোন।’
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।