করোনা মোকাবেলায় বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দেবে যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ২০:৪৯
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোভিড মোকাবেলা করতে নানাখাতে সহায়তা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যেই করোনাসহ অন্যান্য চিকিৎসা সেবা দিতে নতুন ও অত্যাধুনিক অন্তত একশ’টি ভেন্টিলেটর বুঝিয়ে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভেন্টিলেটর মেশিন ও গ্যাস এনালাইজার মেশিন হস্তান্তর সংক্রান্ত এক বৈঠক শেষে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে করোনাকালীন বাংলাদেশের নানা উদ্যোগসমূহ তুলে ধরেন এবং দেশের প্রধানমন্ত্রী কিভাবে করোনা মোকাবেলায় দিক নির্দেশনা দিয়েছেন তার বর্ণনা দেন তিনি।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিগণ করোনা মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগসমূহের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে ভ্যাক্সিন উৎপাদন শুরু হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ডেপুটি সেক্রেটারি মি.বাইগান এবং বাংলাদেশের পক্ষে দ্রুত ভ্যাক্সিন পেতে সরকার সব ধরনের সয়াহতা করবেন বলেও জানান তিনি।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।