রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুন ২০২১, ২০:৪৫
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত পরিসরে আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিন সারাদেশে সর্বাত্মক কঠোর লকডাউন দিয়েছে সরকার।
এই অবস্থায় রোববার (২৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। গণপরিবহন না থাকায় যাত্রীদের পোহাতেও হচ্ছে ভোগান্তি। সড়কে গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে যাত্রীরা গন্তব্যের পথে রওনা হচ্ছেন ঘরমুখো মানুষ। কেউবা রওনা হয়েছেন পিক-আপে করে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সারাদেশে লকডাউনের ঘোষণা আসায় যাত্রীদের চাপ বেড়ে গেছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে, দেশের মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢল নেমেছে দক্ষিণবঙ্গগামী মানুষের। রোববার (২৭ জুন) ভোর থেকে ঘাট এলাকায় ভিড় করে হাজার হাজার যাত্রীরা। পুলিশের বসানো চেকপোস্ট উপেক্ষা করে বিভিন্ন পথে ছোট যানবাহনে যাত্রীরা ঘাট এলাকায় উপস্থিত হচ্ছেন। যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ গাড়ি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, ‘নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে। যাত্রী নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের নয়। ঘাট এলাকায় সাড়ে চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।