• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মৌসুমীর জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১১:২৪

নিজস্ব প্রতিবেদক:

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা জেলায় জন্মগ্রহন করেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী ও ঢালিউডের নন্দিত অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী।

ঢাকাই সিনেমার রুপালি পর্দার এক উজ্জ্বল নক্ষত্র মৌসুমী। সিনেমার পাশাপাশি টিভি নাটক ও বিজ্ঞাপনেও সফল নাম মৌসুমী। শুধু তাই নয় একজন নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ ঘটেছে তার।

১৯৯৪ সালে সালমান শাহের বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে তার অভিনয় জীবনের যাত্রা শুরু হয়। প্রথম ছবিই তাকে এনে দিয়েছিলো তারকাখ্যাতি।

অভিনয় জীবনে অনেক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন এই গুণী অভিনেত্রী। পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা। আর রাষ্ট্র তাকে কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করেছে তিনবার (‘মেঘলা আকাশ’ সিনেমার জন্য ২০০১ সালে, ২০১৩ সালে ‘দেবদাস’ ও ২০১৪ সালে ‘তারকাঁটা’ ছবির জন্য) জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০১৩ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন এই গুণী অভিনেত্রী।

তাছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত তিনি। পরিচালনা করেন ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ যার মাধ্যমে বঞ্চিত মানুষ ও শিশুদের উন্নয়নে নানা কাজ করে থাকেন।

মহামারি করোনার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি অভিনয়ে ফিরেছেন মির্জা রাকিব রচিত ও তারেক সিকদার পরিচালিত ‘ভক্ত’ নাটকে মধ্য দিয়ে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top