খালেদা জিয়ার লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্সের স্লট বাতিল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি থাকলেও শেষ পর্যন্ত ফ্লাইটটি বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটর প্রতিষ্ঠান নিজেই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বে অনুমোদিত অবতরণ স্লট প্রত্যাহারের আবেদন করেছে। বিষয়টি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ এবং রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের অনুমতি প্রদান করা হয়েছিল।
সূত্র জানায়, কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয় বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের লং-রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জেটটি। দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম হওয়ায় এটি ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য বিশেষভাবে উপযোগী বলে বিবেচিত হয়।
তবে কেন এয়ার অ্যাম্বুলেন্সের স্লট বাতিল করা হলো—এ ব্যাপারে এখনও অপারেটর প্রতিষ্ঠান কিংবা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।