বিএনপি সরকার গঠনে সুযোগ পেলে ‘খাল খনন’ প্রকল্প পুনরায় চালু হবে- তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৮:১০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতির প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেওয়া ‘খাল খনন’ প্রকল্প আবারও চালু করবে বিএনপি। আগামী নির্বাচনে ভোটাররা দলটিকে দেশ পরিচালনার সুযোগ দিলে এই উদ্যোগ পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দেন তিনি।
সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বে থাকাকালীন খাল খনন প্রকল্প হাতে নিয়েছিলেন। এর মাধ্যমে তিনি একদিকে যেমন বন্যা নিয়ন্ত্রণ করেছিলেন, অন্যদিকে কৃষি সেচব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটিয়েছিলেন।”
তিনি আরও জানান, সেচ সুবিধা বৃদ্ধির ফলে দেশের কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসে। যেখানে একটি ফসল হতো সেখানে দুটি, আর যেখানে দুটি ফসল হতো সেখানে তিনটি ফসল উৎপাদন শুরু হয়। সঠিক পানি ব্যবস্থাপনার কারণেই কৃষি খাতে এই অগ্রগতি সম্ভব হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এক সময় যে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, জিয়াউর রহমানের শাসনামলে সেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। এমনকি আমরা অল্প পরিমাণে হলেও বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিলাম।”
কর্মসূচিতে উপস্থিত নেতারা বলেন, বিএনপি দেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতায় নতুন যুগের সূচনা করতে ‘খাল খনন’ প্রকল্পকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নেবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।