সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমের বিবাহবার্ষিকী উদযাপন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৯:২১

সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আজ (৪ জানুয়ারি) তার জীবনসঙ্গী সনি পোদ্দারের সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করে মিম লিখেছেন, “ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো, আমাদের শুভ বিবাহবার্ষিকী।”

ছবিতে দেখা গেছে, মিম পরেছেন উজ্জ্বল কমলা রঙের ফ্লোর টাচ গাউন, আর তার স্বামী সনি পোদ্দার ছিলেন গাঢ় কমলা রঙের টি-শার্টে। এ ধরনের ভিন্ন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

মিম ও সনি ২০২২ সালের আজকের দিনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর এই বিয়ের মাধ্যমে তারা পারিবারিকভাবে নতুন জীবন শুরু করেন।

ছবিগুলো শেয়ার করার পর থেকেই তাদের ভক্ত ও সহকর্মীরা নেটদুনিয়ায় অভিনন্দন জানিয়েছেন। ক্যারিয়ারের ব্যস্ততা সামলিয়ে একান্ত সময় কাটানো এই তারকা দম্পতি নেটিজেনদের কাছে দারুণ প্রভাব ফেলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top