রাজধানীতে শীতের প্রকোপ বৃদ্ধি, সারা দেশে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৯:১৮
রাজধানী ঢাকায় রোববার (৪ জানুয়ারি) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি, আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ফলে শীতের প্রকোপ বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রোববার সকালে রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার দেশের তিন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস—নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী।
রাজধানী ঢাকার তাপমাত্রা রোববার খানিকটা কমেছে। সকালবেলা ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকের তুলনায় ০.২ ডিগ্রি কম।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রাজধানীতে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে এবং এ ধারা আগামী দুই-এক দিনে অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা আবার কমতে পারে।
তিনি আরও বলেন, রোববার থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, তবে ১০ জানুয়ারি থেকে আবার দুই-তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত কুয়াশার ঘনত্ব বেশি থাকলে রাতের তাপমাত্রা কমে শীত বেশি অনুভূত হয়। আগামী কয়েকদিন সারা দেশে কুয়াশা বেশি পড়ার কারণে শীত আরও প্রবলভাবে অনুভূত হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।