বাংলাদেশিদের প্রবেশ সহজ করলো ইতালি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২১, ২৩:২০
দেশে এসে আটকে যাওয়া ইতালি প্রবাসী বাংলাদেশিদের প্রবেশ প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে ইতালি প্রবাসীদের মধ্যে যাদের রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দুই ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র দেখিয়েই সেদেশে ফিরতে পারবেন।
সোমবার (৩০ আগস্ট) রোমের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।
এতে বলা হয়, বাংলাদেশ থেকে ইতালিতে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সো ২৮ আগস্ট দেশটিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যা ইতালির সময় মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য টিকার সনদ ছাড়াও ফ্লাই করার ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টে অবশ্যই করোনার নেগেটিভ রিপোর্ট আসতে হবে। এছাড়া বিমানবন্দরে পৌঁছানোর পর করোনার টেস্ট করা হবে এবং নিজ খরচে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।
একইসঙ্গে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত প্রযোজ্য ধারাগুলোও ব্যাখ্যাসহ শিগগিরই জানানো হবে।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।