সৌদির আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১, ২০:৪৬
সৌদি আরবে রোববার (৩ জানুয়ারি) থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আরব নিউজ সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তেরে পর গত ২০ ডিসেম্বর থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। আজ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে তারা।
তবে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে বেশকিছু শর্ত জুড়ে দিয়ে ভ্রমণ নিষেধজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার।
প্রসঙ্গত, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটিতে করোনা শনাক্ত ও মৃত্যু দুই-ই কমেছে ব্যাপকভাবে। গত ২৪ ঘন্টায় মাত্র ১০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: সৌদি এয়ারলাইন্স নিষেধাজ্ঞা প্রত্যাহার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।