ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা
Nasir Uddin | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৫, ১৪:৪১
ভারতের কর্নাটকে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) কর্নাটকের কালকেরে লেক সংলগ্ন স্থানে ওই নারীর মরদেহ পাওয়া যায়। খবর হিন্দুস্তান টাইমসের
জানা গেছে, তার স্বামী একজন পরিচ্ছন্নতাকর্মী। তিন সন্তান নিয়ে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তারা। ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে।
কর্নাটকের একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী বাংলাদেশি নাগরিক, তিনি ছয় বছর ধরে সেখানে বসবাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে, তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।
পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে বলেছিলেন, তার কিছু ব্যক্তিগত কাজ আছে সেজন্য তার বাসায় যেতে দেরি হতে পারে। তাই সহকর্মীকে বলেন তাকে ছাড়াই চলে যেতে। এরপর ওই নারীর বাড়ি ফিরতে দেরি দেখে তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ করেন।
ওই পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেন, “ধারণা করা হচ্ছে, ওই নারী স্বেচ্ছায় কোনো নির্জন জায়গায় গিয়েছিলেন পরিচিত কারো সঙ্গে দেখা করার জন্য। শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল।”
ঘটনার তথ্য পাওয়ার পর, পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ এবং একটি ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপপিুলিশ কমিশনার দেবরাজ বলেন, আমরা সকালে ১১২ নম্বরে ফোনে খবর পাই এক নারীর মরদেহ পড়ে আছে কালকেরে লেকের নির্জন স্থানে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস ঘটনা। ঘটনার তদন্ত জোরেশোরে চলছে বলেও জানান তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।