যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে
আল জাজিরার বিরুদ্ধে মামলা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২১, ১৮:১২
বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রতিবেদন প্রচার করায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আদালতে মামলা করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।
আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচারে দেশ-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করা হয়।
এ মামলায় আল জাজিরা টিভি কর্তৃপক্ষসহ আল-জাজিরা (ইংলিশ), সাংবাদিক কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন, জুলকার নাইন সায়ের, ডেভিড বার্গম্যান ও আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ককে আসামি করা হয়েছে। এছাড়া, ভিডিও অবিলম্বে ফেসবুক ও ইউটিউব থেকে প্রত্যাহার করারও আবেদন জানানো হয়েছে।
সোমবার (১ মার্চ) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ রাব্বী আলম। মামলায় রাব্বী আলম, শেরে আলম, রিজভী আলম, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু কমিশন নামের একটি সংগঠন বাদী হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: বাংলাদেশ আল জাজিরা ক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বঙ্গবন্ধু পরিষদ সাংবাদিক কনক সারোয়ার ফেসবুক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।