মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

লন্ডনে শ্রেষ্ঠ পরিচালক ঊনপঞ্চাশ বাতাস'র মাসুদ হাসান উজ্জ্বল

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০০:০৫

লন্ডনে শ্রেষ্ঠ পরিচালক ঊনপঞ্চাশ বাতাস'র মাসুদ হাসান উজ্জ্বল

যুক্তরাজ‌্যের লন্ডনে অনুষ্ঠিত ২২তম রেইনবো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল বাংলাদেশি চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। এতে চলচ্চিত্রটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন। বিশ্বের ১৪টি দেশের মোট ১৫ ভাষায় নির্মিত ৩০টি চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হয় এবারের আসর।

৪ জুলাই লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এই উৎসবের উদ্বোধন করেন। ১১ জুলাই, বেথনাল গ্রিনে অবস্থিত রিচ মিক্স সিনেমা হলে এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে নাম ঘোষণা করা হয় পুরস্কারপ্রাপ্তদের। করোনা সংকটের উৎসবে উপস্থিত থাকতে পারেননি নির্মাতা উজ্জ্বল। তবে এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত তিনি।

এই স্বীকৃতির পর উজ্জ্বল বলেন - যে কোনো স্বীকৃতি উপভোগ্য। আর সেটা যদিও হয় বৈশ্বিক কোনো আয়োজন থেকে, তবে মাত্রাটা আরেকটু বেশি থাকে। আসলে এই সিনেমা থেকে যা পাচ্ছি, তার সবটুকুই আশাতীত। কারণ বড় বেশি খারাপ সময়ে আমার সিনেমাটি মুক্তি দিতে হয়েছে। চাইলে আটকে রাখতে পারতাম সুদিনের অপেক্ষায়।

তিনি আরো বলেন, চাইলে প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে বিভিন্ন ফেস্টিভ‌্যালেও অংশ নিতে পারতাম। কিন্তু আমি চেয়েছি মহামারির বিপরীতে দাঁড়াতে। অন্ধকার প্রেক্ষাগৃহগুলোতে আলো জ্বালাতে। তাই বলা যায় একক সিদ্ধান্তেই দেশের বন্ধ প্রেক্ষাগৃহগুলোকে খোলার চেষ্টা করি। ফলে এই সিনেমা থেকে যা যা পাচ্ছি, তার সবটুকুই আমার জন্য বাড়তি পাওনা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top