মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ফাস্ট এন্ড ফিউরিয়াসে আর দেখা যাবে না রককে

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০৫:৩৯

ফাস্ট এন্ড ফিউরিয়াসে আর দেখা যাবে না রককে

দুনিয়ার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমা ফাস্ট এন্ড ফিউরিয়াসে আর দেখা যাবে না জনপ্রিয় তারকা রককে। ২০১১ সাল থেকে ফাস্ট ফাইভ দিয়ে যাত্রা শুরু করেন রক।

সিনেমাটিতে দুর্দান্ত সাফল্যর পর ফিউরিয়াস সিক্স এবং ফিউরিয়াস সেভেন সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন ডোয়েইন ডগলাস জনসন। এবারের কিস্তিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় রেসলার জন সিনা।

তবে সিনেমাটির সবশেষ কিস্তিতে রকের না থাকা নিয়ে মন্তব্য করেন সিনেমাটিতে তার সহ-অভিনেতা ভিন ডিজেল। তিনি বলেন, সিনেমাটির নবম কিস্তিতে রকের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকবে। সে সিনেমাটিতে থাকছে না।

ভিনের এই মন্তব্য নিয়ে রক গণমাধ্যমের সামনে বলেন, 'এমন মন্তব্য শুনার পর আমার শুধু হাসি এসেছে। আমি শুধু হেসেই গিয়েছি। আমি এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নিচ্ছি। তবে আমি তাদের সামনে দশম এবং এগারতম কিস্তির জন্য শুভকামনা জানাই। যদিও সেগুলো আমাকে ছাড়াই হবে।'

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: রক


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top