আসছে ধারাবাহিক নাটক ‘আকবর দ্যা কিং’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১, ০৫:০৪

হাস্যরসাত্মক ধারাবাহিক নাটক ‘আকবর দ্যা কিং’ নির্মিত হয়েছে। মমর রুবেলের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় সম্প্রতি নগরীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে ভিন্নর্ধমী এই ধারাবাহিকটির শুটিং শেষ হয়ছে। শিগগিরই আসবে প্রচারে।
ডেডলাইন স্টুডিওস লি. এবং ক্রাউন ক্রয়িশেনসের যৌথ প্রযোজনায় নির্মিত এই ধারাবাহকিটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা চাষী আলম, মুকিত জাকারিয়া, মুসাফির বাচ্চু, নুসরাত জান্নাত রুহী, পাভেল, শেলী আহসান, সিনি সিগ্ধা, এমএন রাজু, নাঈমা আলম মাহা, পাপ্পু, আনোয়ার, মৌরিতা জুঁই, পাপড়ি পায়েল, রানা মল্লিক জুয়েল সহ অনেকেই।
চলতি নভেম্বর মাসেই ধারাবাহিকটি একটি বেসরকারি টেলেভিশিনে সম্প্রচারের পর ডেডলাইন এন্টারটইেনমন্টের ইউটউিব চ্যানেলে প্রচার হবে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: আকবর দ্যা কিং
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।