মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

'বয়স নিয়ে ভাবি না, বেঁচে থাকা সুন্দর'

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৩:৪৫

বিদ্যা সিনহা মিম

'বয়স নিয়ে ভাবি না। বেঁচে থাকা সুন্দর। সেটাকে উপভোগ করছি। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আগামীর দিনগুলো রঙিন করে রাখতে চাই'- নিজের জন্মদিনে এমনটাই জানালেন লাক্স তারকা ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ১৯৯২ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সবসময়ই তিনি পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেন। এবারেও থাকছে আয়োজন।

তবে একটি সিনেমার শুটিং এর কারণে দিনটা কাটছে বাইরে। এবারের জন্মদিন পালন নিয়ে তিনি জানান, 'প্রতি বছরই আমার জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় বাবা, মা আর আমার আদরের ছোট বোন মমির সঙ্গে কেক কেটে। সেই সঙ্গে কিছু প্রিয় মানুষদের নিয়ে আমার দিনটি ঘরোয়াভাবেই পালন করা হয়ে থাকে। এবারও সেটাই হয়েছে। তবে এবার জন্মদিনে সা্রপ্রাইজ আছে। যা আজ রাতে আমি সাবাইকে জানাবো।’

এখন অপেক্ষার পালা নায়িকার সারপ্রাইজের। তার ভক্তদের জন্য হয়তো চমক জাগানিয়া কিছুই নিয়ে আসতে চলেছেন তিনি। পাশাপাশি হয়তো জানাবেন নতুন কিছু কাজের খবর।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: মিম


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top