সিনেমায় ফিরছেন রত্না
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০৬:২৮

ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়িকা রত্না। সময়ের কালক্রমে অভিনয় থেকে দূরে সরে গেছেন তিনি। মাঝে লেখাপড়া ও সংসার নিয়ে ব্যস্ত ছিলেন। করোনা প্রকোপের আগে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। অবশেষে সে সুসময় তার সামনে। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।
নতুন করে আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়া প্রসঙ্গে রত্না বলেন, ‘দেখতে দেখতে বিবাহিত জীবনের অর্ধযুগ পেরিয়ে সাত বছরে পা রাখছি। সাত বছর-লাকি সেভেন। সত্যিই আমি ভাগ্যবতী, আমার দাম্পত্য জীবনটা বেশ সুখে কাটাচ্ছি। এখন সন্তানরা অনেকটা বড় হয়েছে। তাই কাজ শুরু করেছি। আশা করছি আমার অভিনীত সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক আমাকে নতুনরূপে দেখতে পাবেন।’
মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত জুয়েল ফারসির ‘অরুন বরুন কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরান পাখি’, সরকারি অনুদানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রত্না
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।