বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন এবং যারা এ নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের আমির এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি বলেন, ৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ছাত্রসমাজ আন্তরিকভাবে ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে। যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় তিনি অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন।

এ ছাড়া ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি শিবলীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top