বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ

আগামী নির্বাচনে এগিয়ে বিএনপি, তরুণ ভোটারে জনপ্রিয় জামায়াত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন নিয়ে জরিপ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদের প্রকাশিত জরিপে দেখা গেছে, ৩৯.১ শতাংশ মানুষ মনে করে আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি। অন্যদিকে, ২৮.১ শতাংশ মানুষ মনে করছে জামায়াত সরকার গঠন করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বৈঠকে এই জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এ জরিপে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।

জরিপের প্রধান ফলাফল:

  • ভোটের হার: বিএনপি ৪১.০৩%, জামায়াত ৩০.০৩%।

  • গত ৬ মাসে বিএনপির সমর্থন কমেছে ০.৪০%, জামায়াতের কমেছে ১.৩%।

  • আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি, ৪.৮০%।

  • ৬টি বিভাগে এগিয়ে বিএনপি, রংপুরে এগিয়ে জামায়াত।

  • তরুণ ও শিক্ষিত ভোটারদের কাছে জনপ্রিয় জামায়াত।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে চিত্র:

যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তবে বিএনপির ভোট বেড়ে দাঁড়াবে ৪৫.০৬% এবং জামায়াতের ভোট বেড়ে ৩৩.০৫%। এ ছাড়া নসিপি ৪.০৮% এবং জাতীয় পার্টি ২.০১% ভোট পাবে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

ভোটের সিদ্ধান্তে প্রভাবক:

  • দলীয় প্রতীককে গুরুত্ব দেবেন ১৪.৭% ভোটার।

  • প্রার্থীর যোগ্যতাকে গুরুত্ব দেবেন ৬৫.৫% ভোটার।

ইনোভেশন কনসাল্টিং জানিয়েছে, এই জরিপে দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা অংশ নেন। এটি মোট ১৫০ আসনের প্রতিনিধিত্ব করে। প্রতিষ্ঠানটির দাবি, জাতীয় নির্বাচনী প্রবণতা নিয়ে পরিচালিত এটাই এ পর্যন্ত সবচেয়ে বড় ও বিস্তৃত ফেস-টু-ফেস হাউসহোল্ড সার্ভে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত প্রথম পর্বে জনগণের চোখে নির্বাচনী পরিবেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মদক্ষতার মূল্যায়ন তুলে ধরেছিল প্রতিষ্ঠানটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top