বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সুপার ফোরে আজ বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ লড়াই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

ছবি: সংগৃহীত

গত এক দশক ধরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট লড়াই মানেই মাঠের ভেতর ও বাইরের উত্তেজনা। সেই উত্তেজনার আরেক অধ্যায় আজ (বুধবার) দুবাইয়ে শুরু হতে যাচ্ছে, যেখানে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।

বাইরে থেকে সম্পর্ক যতই শান্তিপূর্ণ দেখাক, মাঠে দুই দলের মধ্যে প্রতিবারই জমে ওঠে আলাদা উত্তাপ।

টুর্নামেন্টে এখনো অপরাজিত ভারত রয়েছে দুর্দান্ত ফর্মে। শেষ ৩২ ম্যাচে মাত্র তিনটিতে হেরেছে তারা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবে সূর্যকুমার যাদবের দল।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ। তবে ফাইনালের আশা ধরে রাখতে ভারতকে হারানো ছাড়া বিকল্প নেই। কোচ ফিল সিমন্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতকে হারানো অসম্ভব নয়—শর্ত একটাই, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই নিখুঁত হতে হবে।

দুবাইয়ের স্লো উইকেটে শরিফুলের বদলে আগ্রাসী পেসার তানজিম হাসান সাকিবকে দেখা যেতে পারে। বাড়তি অলরাউন্ডার হিসেবেও থাকতে পারেন সাইফউদ্দিন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম/তানজিম সাকিব, নাসুম আহমেদ/সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ, অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top