মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ও তিন সন্তানের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩

সংগৃহীত

মর্মান্তিক এক নৌ দুর্ঘটনায় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন তিন সন্তানসহ প্রাণ হারিয়েছেন। ইন্দোনেশিয়ার উপকূলে এই দুর্ঘটনা ঘটে। দেশটির লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে একটি নৌকা ডুবে গেলে এতে থাকা ১১ জন আরোহীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ফার্নান্দো মার্টিন ও তাঁর ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তান নিখোঁজ ছিলেন। পরে উদ্ধার অভিযান শেষে তাঁদের মৃত ঘোষণা করা হয়। তবে এই ঘটনায় মার্টিনের স্ত্রী এবং সাত বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভ্যালেন্সিয়া ফুটবল ক্লাব। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘ইন্দোনেশিয়ায় সংঘটিত এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তাঁর তিন সন্তানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অত্যন্ত কঠিন সময়ে ক্লাব তাঁর পরিবার, বন্ধু এবং ভ্যালেন্সিয়ার পুরুষ দল, নারী দল ও একাডেমির সকল সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছে।’

এ ঘটনায় শোক জানিয়েছে স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদও। এক বিবৃতিতে তারা জানায়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, ক্লাবের সভাপতি ও পরিচালনা পর্ষদ ইন্দোনেশিয়ায় সংঘটিত এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তাঁর তিন সন্তানের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে আমরা তাঁর স্ত্রী আন্দ্রেয়া ও কন্যা মার-এর প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি।’

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top