ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩
রায়হান রাজীব | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২, ০১:৫৭

ইন্দোনেশিয়ার জাকার্তায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বুধবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
মেট্রো টিভির ফুটেজে পুলিশ স্টেশনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। এ ছাড়া মাটিতে পড়ে থাকা ভবনের কিছু ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
বাসিন্দারা জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান ডেটিক ডট কম নামে একটি নিউজ ওয়েবসাইটকে বলেছেন, নিহত ওই ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী। তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।
এদিকে, ইন্দোনেশিয়ার এন্টি টেররিজম এজেন্সির উপ-প্রধান ইবু সুহেন্দ্র বলেছেন, তিনি সন্দেহ করছেন যে, পশ্চিম জাভার ওই পুলিশ স্টেশনে বিস্ফোরণ ঘটিয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠী।
ফেব্রুয়ারিতে দেশটির বান্দুং শহরে এক হামলাকারী একই ধরনের একটি বোমা ব্যবহারের চেষ্টা করেছিল। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছিল। ওই হামলাকারী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সহানুভূতিশীল একটি চরমপন্থি নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা কর্তৃপক্ষের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।