মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিল পাস

রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১৭:২৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে জনপ্রিয় শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটক। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই বিল পাসের পর এখন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে অ্যাপটির মালিকানা ছেড়ে দেওয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হতে পারে। এই সময়ের মধ্যে মালিকানা হস্তান্তর করা না হলে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহার চিরতরে বন্ধ হয়ে যেতে পারে।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পরিষদে বিলটি বিপুল ভোটে পাস হয়। এটি আইনে পরিণত করার জন্য এখন সিনেটের অনুমোদন পেতে হবে। সিনেট অনুমোদন দেওয়ার পর বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট সই করবেন এবং তারপরেই এটি আইনে পরিণত হবে। ২০১২ সালে প্রতিষ্ঠিত ভিডিও শেয়ারিং অ্যাপটির মূল মালিকানায় রয়েছে চীনা কোম্পানি বাইটড্যান্স।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top