মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

হামলায় জড়িতদের পুরুষাঙ্গে ইলেকট্রিক শক দিচ্ছে রাশিয়া

রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ১৫:০২

ছবি: সংগৃহীত

মস্কো হামলায় জড়িতদের আটক করে নিপীড়নের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, একজন বন্দির কান কেটে তাকে জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছে নিরাপত্তা কর্মীর সদস্যরা। এ ছাড়া পুরুষাঙ্গে ইলেক্ট্রিক শক দেওয়ারও অভিযোগ উঠেছে।

রাশিয়া দাবি করেছে যে তারা মস্কো সেন্ট্রাল কনসার্ট হলে হামলা চালানো 'সন্ত্রাসবাদীদের' অবশেষে ধরেছে। তারা তাদের তাৎক্ষণিক শাস্তিও দিয়েছে। ওই হামলায় ১৫০ জনের বেশি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ২০০ জন।

এমন ঘটনায় অপরাধীদের শাস্তি হওয়া অবধারিত। তবে অপরাধী হিসেবে যাদেরকে ধরা হয়েছে এবং যেভাবে সাথে সাথে শাস্তি দিয়েছে রাশিয়া, সেটা নিয়েই আলোচনা হচ্ছে বিশ্ব জুড়ে।

শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলের হামলা ছিলো বহু বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এখন পর্যন্ত এই ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। প্রায় ৬ হাজার রুশ ওই ইভেন্টের জন্য কনসার্ট হল কমপ্লেক্সে ছিলেন। মৃতের সংখ্যাও ঘটনার পর ক্রমাগত বেড়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top