রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ জানালেন জোহরান মামদানি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইতিহাস গড়লেন তরুণ মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। ডেমোক্রেটিক প্রাইমারিতে জিতে তিনি মেয়র প্রার্থিতা নিশ্চিত করেছেন।

বিজয়ী ভাষণে মামদানি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের। এমনকি মজার ছলেই বলেছেন—এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ‘বাংলাদেশি আন্টিদের’।

মাত্র কয়েক মাস আগে যেখানে তার সমর্থন ছিল মাত্র ১ শতাংশ, সেখানে অভিজ্ঞ প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে তিনি হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রচারণার সময় মামদানি সামাজিক মাধ্যমে হিন্দি আর বাংলায় ভিডিও বানিয়ে তরুণ ও দক্ষিণ এশীয় অভিবাসীদের মন জয় করেন। তিনি নিজেকে ট্রাম্পের ‘সবচেয়ে বড় দুঃস্বপ্ন’ বলে দাবি করেছেন।

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে তার স্পষ্ট অবস্থানও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এমনকি তিনি বলেছেন, মেয়র হলে আইসিসি ওয়ারেন্ট অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেফতার করবেন।

এই জয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ উগরে দিয়েছেন। সামাজিক মাধ্যমে মামদানিকে ‘কমিউনিস্ট পাগল’ বলে কটাক্ষ করেছেন। আগামী নভেম্বরে হবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। আর সবার চোখ এখন জোহরান মামদানির দিকেই।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top