ইসরাইলি হামলায় গাজায় আরও ৫৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯

ছবি: সংগৃহীত

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ৫৩ জন নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতে এ হামলায় অন্তত ১৬টি ভবন ধসে পড়ে, যার মধ্যে তিনটি ছিল সুইচ টাওয়ার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধ ও খাদ্য সংকটের কারণে অপুষ্টিজনিত জটিলতায়ও বেশ কয়েকজন ফিলিস্তিনি মারা গেছেন।

নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানা গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়া অনেককে উদ্ধার কাজ এখনও চালিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

গাজায় আল কাওসার টাওয়ারসহ একাধিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরাইলি বাহিনী।

এ অবস্থায় এক ফিলিস্তিনি গৃহিণী বলেন, “আমরা জানি না কোথায় যাব। প্রতিদিন মরছি, এই যুদ্ধের অবসান দরকার।”

গাজা উপত্যকায় এ পর্যন্ত শত শত মানুষ অনাহারে ও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top