কাতারের প্রধানমন্ত্রীর ইসরায়েলবিরোধী কঠোর নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসীম আল হাসান হানি ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “এ হামলায় আমাদের সহমর্মিতার জন্য আরব বিশ্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের সার্বভৌমত্ব ও মানবাধিকারের ওপর এই বর্বরোচিত আক্রমণের বিষয়ে আরব বিশ্বের সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক আদালতে অভিযোগ জানাবো।”
তিনি আরও জানান, আগামী সোমবার জরুরি সম্মেলনে ইসরায়েলের এই হামলা নিয়ে আলোচনা করতে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠক ডাকা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল হামাস নেতাদের হত্যা করা। হামাস নেতারা সে সময় ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের অবসান নিয়ে সমঝোতা বৈঠকে বসেছিলেন বলে জানা গেছে।
আরব বিশ্বসহ বিভিন্ন ইসলামিক রাষ্ট্র ইতোমধ্যে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।